জয়পুরহাটে একদিনে সর্বোচ্চ ১০১ জনের করোনা শনাক্ত

সময়: 9:40 pm - June 10, 2021 | | পঠিত হয়েছে: 159 বার

সীমান্তঘেঁষা জেলা জয়পুরহাটে একদিনে সর্বোচ্চ ১০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা এলাকায় সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরোপের বৃহস্পতিবার চতুর্থ দিন চলছে। এ নিয়ে জেলায় ৮ দিনে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০২ জনে। সকালে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা.ওয়াজেদ আলী।

জেলা সিভিল সার্জন জানান, বুধবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি (পিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ১৬০ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ২৭৮ জনের এন্টিজেন পরীক্ষায় ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট শ্যামল কুমার জানান, জয়পুরহাটে এ পর্যন্ত ১৬,৮৬২ জনের নমুনা পরীক্ষায় ২,০৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩ জনের। সুস্থ হয়েছেন ১,৬৪৩ জন, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ৩৯০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন।

জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে সোমবার থেকে বিভিন্ন বিধি-নিষেধ আরোপের ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী জয়পুরহাট ও পাঁচবিবি পৌর এলাকায় বিকাল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ব্যতীত সকল ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি চলাফেরায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বিকাল ৫টার পর থেকে বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য মাঠে কাজ করছে প্রশাসন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর