বগুড়ায় এক দিনে করোনায় আরও ১৪ মৃত্যু
সময়: 4:00 pm - July 12, 2021 | | পঠিত হয়েছে: 129 বার
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৪ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।
সোমবার (১২ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মারা যাওয়া ৮ জনের মধ্যে বগুড়ার ৪ জন এবং বাকিরা নওগাঁ, জয়পুরহাট ও নাটোর জেলার বাসিন্দা। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। সুস্থ হয়েছেন ৯৯ জন। আক্রান্তের হার ৩২ দশমিক ১২ শতাংশ।
তিনি জানান, ঢাকায় পাঠানো ৫৪৪ টি নমুনা পরীক্ষা করে ১৫০ জন এবং বগুড়ায় ৪৭৪ নমুনা পরীক্ষা করে ১৭৭ জন শনাক্ত রোগী পাওয়া গিয়েছে। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৬ হাজার ৩৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৩ জন। করোনায় মারা গেছেন ৪৭৫ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯২৫ জন।
রাজশাহী বার্তা/admin