চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৭টি ভারতীয় গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ টাস্কফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ১৭টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। রোববার (১১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে গরুগুলো জব্দ করা হয়।
সোমবার (১২ জুলাই) সকালে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি ৫৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোমস্তাপুর এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আনসার সদস্য এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অংশগ্রহণ করে। টাস্কফোর্স দল কর্তৃক গোমস্তাপুর পাকা রাস্তার ওপর হতে ৪৯টি গরু আটক করা হয়।
পরে টাস্কফোর্স পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার নজির ১৭টি ভারতীয় গরু হিসেবে নির্ণয় করে কাস্টমের মাধ্যমে বিক্রির জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া ৩২টি গরু মালিকদের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত ১৭টি গরুর আনুমানিক দাম ৩৪ লাখ টাকা বলে জানানো হয়।
রাজশাহী বার্তা/admin