স্যাম্পল দিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়: খাদ্যমন্ত্রী
করোনার স্যাম্পল দিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে ল্যাব স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেলে নওগাঁয় ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আগে নওগাঁ থেকে রাজশাহী, বগুড়া এমনকি ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হতো। ফলে ফলাফল পেতে বিলম্ব হতো। অনেক ক্ষেত্রে সংগ্রহকৃত নমুনা নষ্ট হয়ে যাওয়ায় সঠিক ফল পেতেও অসুবিধায় পড়তেন রোগীরা। এই ল্যাব চালু হওযায় এখন আর এই সমস্যা হবে না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে যে পরিমাণ প্রতিদিন টিকা আসছে তাতে আগামী ডিসেম্বর মাসের ৮০ ভাগ মানুষকে টিকা সম্পন্ন হবে। এছাড়াও আগামী ৭ আগস্ট থেকে প্রতিটি ইউনিয়নে করোনা টিকা দেওয়া হবে। এছাড়াও ডিজিটাল সেন্টারগুলোতে বিনামূল্যে টিকা রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে। কেউ যদি টিকা দেওয়ার নাম করে টাকা নেয় তার বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী।
রাজশাহী বার্তা/admin