পাঁচবিবিতে প্রাচীর নির্মাণে প্রতিপক্ষের হামলায় গুরত্বর আহত

সময়: 11:05 pm - September 9, 2021 | | পঠিত হয়েছে: 137 বার
জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্ত এলাকায় বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকের বোন-ভগ্নিপতি ও পরিবারের অন্য সদস্যরা গুরত্বর আহত। আহতরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যমুনা টেলিভিশনের জয়পুরহাট স্টাপ রিপোটার আঃ আলিমের ভগ্নিপতি শহিদ হোসেন বাদী হয়ে ৭ জনের নামে থানায় মামলা করেন।
মামলা সুত্রে জানাযায়, উপজেলার পশ্চিম কড়িয়ার আনোয়ার হোসেনের ছেলে শহিদ হোসেন গত ৮ সেপ্টেম্বর বুধবার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেন। নির্মাণের একটু পরেই প্রতিপক্ষ উপজেলার রাধাবাড়ির গোলজারের ছেলে আতিকুল (২৮), রতনপুরের সেকেন্দারের ছেলে শাকিব (৩৫), শরিফ উদ্দিনের ছেলে করিম (৫০) ও মীরশহিদ (৪৫), করিমের স্ত্রী বিলকিছ (৪৫), আতিকুলের স্ত্রী সুমাইয়া (২৫) ও পাঁচবিবি মাতাইশ মঞ্জিল মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান মিন্নুর (৩৫) সহ আরো অনেকেই মিলে প্রাচীরটি ভাঁঙ্গতে শুরু করে। এসময় প্রাচীর ভাঁঙ্গতে বাঁধা দিলে তাদের হাতে থাকা লাঠি, ছোরা, দা, হাসুয়া, লোহার রড ও বাটাম দিয়ে আমাদেরকে এলোপাতারি মারপিট করে। এতে আমার, স্ত্রীর, বৃদ্ধ মা সহ অনেকের শরীরে বিভিন্ন স্থানে জখম হয়ে রক্তপাত হয়েছে বলেও জানান মামলার বাদী শহিদ। এছাড়া তারা মহিলা মানুষের পড়নের কাপড় ধরে টানাটানি করে ও কানে থাকা সোনার দুল ছিড়ে নেয়। আমাদের আত্বচিৎকারে গুরত্ব আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম সারওয়ার বলেন, ৬/৭ অজ্ঞাত সহ ৭ জনের নামে থানায় একটা মামলা হয়েছে। এ মামলার ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলেও তিনি জানান।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর