অষ্টম শ্রেণিতে পড়েই এসপির চেয়ারে নুসরাত

সময়: 7:20 pm - October 21, 2021 | | পঠিত হয়েছে: 264 বার

জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া নুসরাত মাহিরা এক ঘণ্টার জন্য জয়পুরহাট জেলার পুলিশ সুপারের (এসপি) প্রতীকী দায়িত্ব পালন করেন।

এ সময় জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তরিকুল ইসলাম, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স-এনসিটিএফের উপদেষ্টা তিতাস মোস্তফা, সদস্য- নুসরাত মাহিরাসহ এনসিটিএফের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় গার্লস টেকওভার কর্মসূচির আওতায় পুলিশ সুপারের (এসপি) এ প্রতীকী দায়িত্ব পালন কর্মসূচিতে নুসরাত মাহিরা ১ ঘণ্টার জন্য পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করে জেলার শিশু নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, ইভটিজিং, ধর্ষণ, বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এছাড়া ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে সাহস না পায়- সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের প্রতি আহবান জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর