করোনার লক্ষণ দেখা দেয়ায় দিল্লিতে যুবকের আত্মহত্যা

সময়: 12:27 pm - March 19, 2020 | | পঠিত হয়েছে: 184 বার

করোনার লক্ষণ দেখা দেয়ায় ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালের ভবন থেকে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন ।বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ ।

 

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তিকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে নির্দিষ্ট বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছিল ৩৫ বছর বয়সী ওই রোগীকে। পুলিশের ধারণা, তারপর থেকেই সম্ভবত অবসাদে ভুগছিলেন তিনি। আর সেই অবসাদ থেকেই ওই হাসপাতালের সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ওই ব্যক্তি।

 

ভারতীয় পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দর থেকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে পাঠানো হয়েছিল। বুধবার রাত ৯টা নাগাদ তাকে ভর্তি করা হয়। কিন্তু তিনি বৃহস্পতিবার ওই হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক বিল্ডিং থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন ।

 

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে , ভর্তি করার পর ওই যুবকে রক্তের নমুনা নেওয়া হয় এবং সেগুলোকে পরীক্ষার জন্যে পাঠানোও হয়। তবে সেই পরীক্ষার রিপোর্ট আসার আগেই ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন যুবকটি।

 

দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তের পর জানা গেছে যে ওই যুবক পঞ্জাবের বাসিন্দা ছিলেন এবং গত প্রায় এক বছর ধরে সিডনিতে বাস করতেন তিনি। তিনি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে দিল্লি আসে ।

 

চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশে। বিশ্বের প্রায় ২ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৮ হাজার ৭০০ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর