ইটালির পরে স্পেনে মৃত্যুর মিছিল, একদিনে ৩২৪ জনের মৃত্যু

সময়: 11:34 am - March 22, 2020 | | পঠিত হয়েছে: 241 বার

ইটালির পরে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে ইউরোপের দেশ স্পেনে। শনিবার একদিনেই দেশটিতে মৃত্যু হযেছে ৩২৪ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩২৬ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার একদিনেই করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার মানুষ। দেশটিতে এখন পযন্ত সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৯২৬ জনে। করোনা রোগীর সেবা দিতে রাজধানী মাদ্রিদের হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। করোনা ঠেকাতে গত সপ্তাহ থেকে সরকার স্পেনের জনসাধারণের চলাচল বন্ধ করেছে।

ইটালি ও চীনের পর স্পেন এখন বিশ্বের সর্বাধিক করোনায় আক্রান্ত দেশ। এর পরেই অবস্থান করছে ইরান। চীন থেকে শুরু হয়ে করোনা ভাইরাস সমগ্র বিশ্বের ১৮৬ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ভয়াবহ আকার ধারণ করা এই মহামারীতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৭১২ জন মানুষ। মৃত্যু হযেছে ১১ হাজার ৮৪২ জন মানুষের। তবে এর মধ্যে সুস্থ হযে উঠেছে ৯৩ হাজার ৫৭৬ জন করোনা রোগী। করোনা বাংলাদেশেও এসেছে। এখন পযন্ত আক্রান্ত হয়েছে ২৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর