রাজশাহীতে রাত ৮ টার পর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে মাইকিং
রাজশাহীতে দোকান, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান রাত ৮ টার পর বন্ধ রাখার জন্য মাইকিং করা হয়েছে। সোমবার বিকালে নগরীর বিভিন্ন এলাকায় রাজশাহীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এ মাইকিং করা হয়।
জানা যায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৪(৩) মোতাবেক প্রত্যেক দোকান, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান প্রত্যেহ রাত ৮ টার পর বন্ধ রাখার বিধান রয়েছে। করোনা ভাইরাসের পাদুর্ভাবের কারনেও জন বাহুল্যতা এড়িয়ে চলা অবশ্যক। বিধায় সকল দোকান, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের মালিকগণকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এই আদেশ অমান্য কারীর বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ মোতাবেক কর্মক্ষেতে মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। সে মোতাবেক সকল দোকান, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকগণকে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়। এই আদেশ অমান্য কারীর বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়।
রাজশাহী বার্তা/admin