চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার পরিবারের পাশে ডিসি ফুড সেফাউর
করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া কর্মহীন মানুষের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রহনপুরে কর্মহীন ও দিনমজুর পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর-গোপালগঞ্জ জেলার ডিসি ফুড সেফাউর রহমানের অর্থায়নে ও হ্যালো চাঁপাইনবাবগঞ্জ সংগঠনের সহযোগিতায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে নাচোল, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলা টানা সাতদিন ধরে তিম হাজার কর্মহীন ও দিনমজুর পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও আটাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সেফাউর রহমানের স্ত্রী ও জেলা মহলালীগের সহসভাপতি সাবিহা শবনম কেয়া রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিউল ইসলাম শাকিল, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুক্তাদির বিশ্বাসসহ স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দরা।
করোনা মোকাবিলায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেফাউর রহমানের পক্ষে কর্মহীন খেটে খাওয়া দিনমজুর পরিবারের খাদ্য সহায়তা অব্যহত থাকবে বলে জানান সেফাউর রহমানের স্ত্রী কেয়া রহমান।
রাজশাহী বার্তা/admin