শিবগঞ্জের পাঁকা-উজিরপুরে খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাস প্রতিরোধে ঘরবন্দী শ্রমিক, রিকশা-ভ্যান চালকসহ বিভিন্ন ধরনের খেটে খাওয়া মানুষের মাঝে এনজিও ফোরামের উদ্যোগে পাঁকা ও উজিরপুর ইউনিয়নের ১৩০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় পাঁকা ইউনিয়নের হাসানপুর-লক্ষীপুর-পাকা উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ দুরত্ব বজায় রেখে ৬০ ঘরবন্দী অসহায়-দু:স্থ পরিবার ও উজিরপুর ইউনিয়নের ৭০ অসহায়-দু:স্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এনজিও ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, এনজিও ফোরামের সহসভাপতি সাইদুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দুরুল হোদা ও উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুরুল হোদাসহ অন্যরা। প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ৫শ’ গ্রাম লবণ ও ১ কেজি ডাল দেয়া হয়েছে।
এনজিও ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া বলেন- করোনাভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও ঘরবন্দী মানুষের জন্য আহারের ব্যবস্থা দিতে আমাদের এ প্রক্রিয়া চলতে থাকবে।
রাজশাহী বার্তা/admin