রাজশাহীর বাঘায় খাদ্যের দাবিতে বিক্ষোভ
করোনায় সামাজিক দূরত্ব উপেক্ষা করে খাদ্যসামগ্রীর জন্য রাজশাহীর বাঘায় বিক্ষোভ করেছেন দিনমজুররা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর এলাকায় রুপপুর মোড়ে এ বিক্ষোভ করা হয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে দিনমজুররা ঘর থেকে বের হতে পারছে না। এ দিকে সরকারিভাবে সবাইকে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে না। ফলে কোনো উপায় না পেয়ে পেটের ক্ষুধা নিয়ে দুই শতাধিক দিনমজুর বিক্ষোভ করেন।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলাম, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, বাঘা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের খাদ্যসামগ্রী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের শান্ত করেন।
এ বিষয়ে মনিগ্রাম ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, এই ইউনিয়নে জনসংখ্যার তুলনায় খাদ্যসামগ্রী অপ্রতুল রয়েছে। কিছু দরিদ্র দিনমজুর এই মহামারারীর মধ্যে কতিপয় স্বার্থান্বেষী মানুষের প্ররোচনায় একত্রিত হয়েছিল। পরে তাদের খাদ্যসামগ্রী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শান্ত করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাভোকেট লায়েব উদ্দীন লাভলু বলেন, ঘটনা জানার পর আমরা সেখানে গিয়েছিলাম। তাদের পরবর্তী সময়ে খাদ্যসামগ্রী দিতে চেয়ে শান্ত করা হয়েছে। তবে পরবর্তী সময়ে বরাদ্দ আসলে খাদ্যসামগ্রী তারা পাবে। তার সঙ্গে ওই এলাকার বিত্তমানদের সহযোগিতা করা জন্য আহ্বান জানাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, ইতিমধ্যে রিকশাচালক, হোটেল শ্রমিক, ইমারত শ্রমিক, চা স্টোল মালিক, ভিক্ষুকদের তালিকা করে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বাকিদের দ্রুত খাদ্য সহায়তা দেয়া হবে।
রাজশাহী বার্তা/admin