লোকবলের অভাবে নিরব পাঁচবিবি ভূমি অফিস

সময়: 8:28 am - January 31, 2020 | | পঠিত হয়েছে: 156 বার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ভূমি অফিসে প্রায় দেড় বছর ধরে সহকারী কমিশনার (ভূমি) অফিসার নেই।

এসিল্যান্ডসহ অফিস সহকারী একজন ছাড়াও সার্ভেয়ার, সার্টিফিকেট পেশকার ও ক্রেডিট চেকিং সহকারী দুটি করে পদ শূন্য আছে। অর্থাৎ এ অফিসের ১২টির মধ্যে ৮টি পদই এখন শূন্য।

উপজেলা নির্বাহী অফিসার অ্যাসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি অন্য চারজন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

তবু জনবলের অভাবে উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভার ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রম মন্থরগতিতে চলছে।

এতে স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন। ঠিক সময়ে প্রয়োজনীয় কাজ সারতে পারচ্ছেন না এলাকাবাসী।

এ অফিসে সেবা নিতে এসে সংশ্লিষ্ট অফিসার না থাকায় সময়মতো কাগজপত্রে স্বাক্ষরের অভাবে দিনের পর দিন ঘুরতে হচ্ছে লোকজনকে। সময়মতো অফিসারের স্বাক্ষর না পাওয়ায় জমি বিক্রয় করতে পারছেন না অনেকেই।

অফিসের বারান্দায় দাঁড়িয়ে থাকা উপজেলার রতনপুর গ্রামের প্রাইমারি স্কুল শিক্ষিকা ফারজানা খাতুন বলেন, রাস্তার কাছাকাছি একটা জমি পেয়েছি, যা কিনে বাড়ি করতে চাচ্ছি। এ জন্য টাকা জোগাতে অন্য একটি জমি বিক্রয় করতে চাচ্ছি। চার মাস ধরে চেষ্টা করেও আমার সেই জমি বিক্রির কাগজ তৈরি করতে পারছি না।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসে এ অফিস থেকে সহকারী কমিশনার (ভূমি) একেএম হেদায়েতুল ইসলাম বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার পর থেকে উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ার বলেন, পদগুলো শূন্য আছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। তবু আমি আবারও শূন্যপদগুলো পূরণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর