রাজশাহীতে প্রয়োজন ছাড়া রাস্তায় পেলে ছাড় নেই : পুলিশ
প্রয়োজন ছাড়া রাস্তায় পেলে কোন ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আরএমপি কাশিয়াডাংঙ্গা থানার এসি উৎপল চৌধুরী। শনিবার সকাল রাজশাহীর কাশিয়াডাংঙ্গা মোড়ে কঠোর অবস্থান নিয়ে পুলিশ চেকপোস্ট পরিচালনার করার সময় উপস্থিত থেকে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, রাজশাহীতে করোনা ভাইরাস সংক্রামনের ঝুকিতে রয়েছে। শনিবার সকাল থেকে এ তাপপ্রবাহের মধ্যে পুলিশ কাশিয়াডাং মোড় ব্লক করে দিয়ে চেকপোর্ট পরিচালনা করে।
তিনি আরো বলেন, ‘রাস্তায় জনসমাগম এড়াতে এবং বিনা প্রয়োজনে কেউ যানবাহন নিয়ে রাস্তায় বের হলে কোন ছাড় দেয়া হবে না কাউকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বহিরাগত কেউ রাজশাহী নগরীতে প্রবেশ করতে না পারে এ জন্য কাশিয়াডাংঙ্গা মোড়ে আরএমপির মাননীয় পুলিশ কমিশনার মহাদয়ের নির্দেশে কঠোর অবস্থান নেয়া হয়েছে’।
চেকপোস্ট পরিচালনার সময় রাস্তার গণপরিবহন, মটোরসাইকেল ও পথ চারিদের গাড়ির কাগজ পত্র চেকিংসহ কি কারনে বাড়ি থেকে বের হয়েছে এসব বিষয়ে কার দর্শানোর জন্য চেকপোস্টে পুলিশ কঠোর অবস্থান নিয়েছেন বলে জানান কাশিয়াডাংঙ্গা থানার এসি উৎপল চৌধুরী। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে যানবাহনের কাগজ পত্র যাচায় এর জন্য একজন সার্জেট কর্মরত রয়েছেন। এছাড়া কাশিয়াডাংঙ্গা থানা পুলিশের একটি টিম এ চেকপোস্ট পরিচালনায় কর্মরত রয়েছে ২৪ ঘন্টা।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং পরবর্তি আরএমপির নির্দেশনা না দেয়া পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট, টহল ডিউটি অব্যহত থাকবে বলেও জানান আরএমপি মিডিয়া মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।
রাজশাহী বার্তা/admin