সিংড়ায় ঢাকা থেকে আসা ১৯জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
ঢাকা থেকে আসা পিকআপ ভর্তি ১৯ জন নারী ও পুরুষকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠালেন নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাসরিন বানু।
শনিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকা থেকে হাইওয়ে পুলিশের নিয়মিত টহল দল তাদের আটক করে। পরে তাদের কালিগঞ্জ রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।
আটককৃতদের মধ্যে ১৫ জন সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের হুসেনপুর ও করচমারিয়া এবং ৪ জন পার্শ্ববর্তী আত্রাই থানার ধুলাউড়ি গ্রামের বাসিন্দা। তারা সবাই গার্মেন্টকর্মী বলে জানা গেছে।
ইউএনও মোছা. নাসরিন বানু বলেন, করোনা আক্রান্ত এলাকা ঢাকার বিভিন্ন এলাকা থেকে অবৈধ পন্থায় একটি পিকআপযোগে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের আটক করে ব্যধতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
রাজশাহী বার্তা/admin