রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ড্রেন পরিষ্কার

সময়: 6:45 pm - April 22, 2020 | | পঠিত হয়েছে: 124 বার

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় মহানগরীর দক্ষিণ থেকে উত্তরমুখী ৪৬টি কালভার্ট এবং বিভিন্ন ড্রেনের ৯০ দিনব্যাপী কাদামাটি উত্তোলন কাজ চলছে।

এক্সেভেটর দিয়ে এবং ম্যানুয়ালি এই কাজ চলছে। বুধবার মহানগরীর বিভিন্ন এলাকায় ৫০তম দিনে কাদামাটি উত্তোলন করা হয়েছে। মহানগরীর ১৯ নং ওয়ার্ডের শিরোইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন ড্রেন ও বিশ্ব গোডাউনের ভেতরের ড্রেনের কাদামাটি উত্তোলনের খণ্ডচিত্র।

গত ৪ মার্চ এই কাজের করেন উদ্বোধন করেছিলেন মাননীয় মেয়র। বর্ষা মৌসুমের আগে এই কর্মসূচি বাস্তবায়নের ফলে কালভার্ট ও ড্রেনে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, নগরীতে জলাবদ্ধতা হবে না এবং মশার বংশ বিস্তার রোধ হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর