চাঁপাইনবাবগঞ্জ র্যাবের অভিযানে গাঁজার গাছ জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগরে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা
করে গাঁজার গাছ জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করে র্যাব-৫। অভিযানে ৩৫ টি
গাঁজার গাছ জব্দ করা হয় এবং এক যুবককে আটক করা হয়। আটক যুবক একজন মাদক
ব্যবসায়ী বলে দাবী র্যাবের।
আটক যুবক জেলার সদর উপজেলার অনুপনগর বিশ্বাসপাড়া এলাকার মো. নাইমুলের
ছেলে মো. রুহুল আমিন (৩৫)।
গাঁজার গাছসহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৫ রাজশাহীর সহকারী
পরিচালক মঙ্গলবার রাত পৌণে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন,
আবাদী জমিতে বিশেষ কায়দায় গাঁজা চাষের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫
রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী
কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্য
৭টায় জেলার সদর উপজেলার অনুপনগর গ্রামে মুক্তার হোসেনের জমিতে অভিযান
পরিচালনা করে। এ সময় ওই জমির ইজারাদার আসামী রুহুলকে সেখানে চাষকৃত ৩৫ টি
ছোট বড় বিভিন্ন উচ্চতার কাঁচা গাঁজার গাছ শিকড়, কান্ড, সবুজ পাতা ও
ডালপালাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক চাষকারী দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছে
বলে স্বীকার করেছে এবং এ বিষযে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি
নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।