রাজশাহী ল্যাবের প্রধান টেকনোলজিস্টের মা ও ছেলে করোনায় আক্রান্ত
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষ ল্যাবে শুক্রবার দুইজনের নমুনায় করোনা ধরা পড়েছে। তাদের দুজনের একজন করোনা ল্যাবের মেডিকেল প্রধান টেকনোলজিস্টের ১২ বছরের ছেলে ও অপরজন তার ৫৫ বছর বয়সের মা।
তবে টেকনোলজিস্টের নমুনা পরীক্ষা রিপোর্ট অসম্পূর্ণ আসায় তা আবারো পরীক্ষা করা হবে। আক্রান্ত দুইজনেই চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বসবাস করছেন। মা ও ছেলে করোনায় আক্রান্ত হওয়ায় নিয়ম অনুযায়ী ওই টেকনোলজিস্টকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত শিশু ও তার দাদি সুস্থ আছেন বলে জানা গেছে।
ল্যাবের একটি সূত্রের দেয়া তথ্য মতে, রাজশাহীর ল্যাবে শুক্রবার মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭২টি নমুনার ফলাফল আসে। যার মেধ্য দুইজনের ফলাফল পজিটিভ আসে। শুক্রবার শনাক্ত হওয়া দুইজনের মধ্যে টেকনোলজিস্টের ১২ বছর বয়সী শিশু সন্তানের রিপোর্ট বৃহস্পতিবারই পজিটিভ আসে। শিশুটির করোনা আক্রান্ত হওয়ার প্রথম রিপোর্ট নিয়ে সন্দেহ দেখা দিলে শুক্রবার আবারও তা পরীক্ষা করা হয়।
রাজশাহী ল্যাবের প্রধান টেকনোলজিস্ট জানান, যেহেতু তিনি করোনা ল্যাবে কাজ করছেন তাই নিরাপত্তার স্বার্থে তার পরিবারের সদস্যদের চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তার গ্রামের বাড়িতে রেখেছিলাম। তবে সন্দেহ হওয়ায় তিনি তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে তার ছেলে ও মায়ের নমুনায় করোনা পজেটিভ আসে। তবে আমার স্ত্রীর নমুনায় করোনা নেগেটিভ এসেছে। আর আমার নমুনার কোন ফলাফল এসেনি। শনিবার দ্বিতীয়বার তার নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. বুলবুল হাসান জানান, ল্যাবের একজন টেকনোলজিস্টের সন্তান ও মার করোনা পজেটিভ এসেছে। শুক্রবার তাদের নমুনা পরীক্ষা করা হয়। তবে এ দিন ল্যাব সংশ্লিষ্ট সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু প্রধান টেকনোলজিস্টের রিপোর্ট অসম্পন্ন আসেছে। তার নমুনা শনিবার দ্বিতীয়বার পরীক্ষা করা হবে।
রাজশাহী বার্তা/admin