শিবগঞ্জে প্রথম করোনা রোগীর চাহিদামত খাবার প্রদান

সময়: 10:06 pm - May 8, 2020 | | পঠিত হয়েছে: 195 বার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রথমবারের মত একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি কানসাট বালুচর এলাকার বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (এম টি)।
গত ৪ মে তিনি স্থানীয় প্রশাসন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠান। এরপর তার করোনা পজেটিভ আসে। খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় রোগী তার চাহিদামত খাবারের তালিকা দেন। আজ শুক্রবার (৮ মে) বিকেলে তার চাহিদা অনুযায়ী উপজেলা রোগী কল্যাণ সমিতির উদ্যোগে বিভিন্ন ধরণের ফল ও ইফতার সামগ্রী গ্রামের বাড়িতে পৌঁছে দেন ।
খাবারের ডালিতে দেয়া হয়- আপেল, মাল্টা, কলা, হরলিক্স, কাগজি লেবু ও ইফতার সামগ্রী। এর আগে চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হলো। করোনা শনাক্ত ৯ জনের মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩ জন, নাচোল উপজেলায় ৩ জন, ভোলাহাট উপজেলায় ২ জন ও শিবগঞ্জ উপজেলায় ১ জন। এদের মধ্যে দুই উপজেলার দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তারা করোনার নমুনা সংগ্রহ কাজে নিয়োজিত ছিলেন।
এছাড়া অন্যরা জেলার বাইরে থেকে এসেছেন।।সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো করোনার নমুনার মধ্যে বুধবার রাতে ৮৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। ৪ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর রিপোর্ট ২ দিনের মাথায় বুধবার (৬ মে) পাওয়া যায়।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর