বগুড়ায় একই পরিবারের ৭ সদস্যসহ ১১ জন করোনায় আক্রান্ত

সময়: 2:21 pm - May 13, 2020 | | পঠিত হয়েছে: 172 বার

বগুড়ায় নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকাফেরত একই পরিবারের সাতজন ও স্থানীয় চার পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫২ জন আক্রান্ত হলেন।

বগুড়ার আক্রান্তদের মধ্যে শহরের জলেশ্বরীতলা এলাকার এক পরিবারের চার নারী ও তিন পুরুষ সদস্য এবং পুলিশলাইনসে কর্মরত এক এটিএসআই ও তিন কনস্টেবল রয়েছেন। এক পরিবারের সাতজন ৮ মে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজের সাবেক অধ্যক্ষ নজবুল হকের আত্মীয়স্বজন। তারা অসুস্থ নজবুল হককে দেখতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ওই দিন বগুড়া ফিরেছেন।

১১ মে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পুলিশ সদস্যরা পুলিশলাইনসে করোনা আক্রান্ত এক কনস্টেবলের সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আদালতে কর্মরত ওই পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার পর ২২ পুলিশের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এক পরিবারের সাতজনকে নিজেদের বাড়িতে ও পুলিশ সদস্যদের পুলিশলাইনসে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হবে।

এ নিয়ে বগুড়ায় ৯ পুলিশ আক্রান্ত হলেন। এর মধ্যে এক কর্মকর্তা সুস্থ হয়ে ফিরে গেছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৯ এপ্রিল থেকে ১২ মে রাত ৯টা পর্যন্ত জেলায় ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে ৯ জন সুস্থ হওয়ায় বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ও নিজ নিজ বাড়িতে ৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর