সান্তাহারের ঐতিহ্যবাহী শহীদ আহ্সানুল হক ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

সময়: 6:23 am - February 2, 2020 | | পঠিত হয়েছে: 140 বার

কে কোথায়? আয় চলে আয়, রজত জয়ন্তী উৎসবে, প্রিয় কলেজ আঙ্গিনায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সান্তাহারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বীর বিক্রম শহীদ লে: আহ্সানুল হক ডিগ্রি কলেজের ২৫বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এই উৎসব উপলক্ষ্যে রজত জয়ন্তী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির প্রথমেই এদিন দুপুরে কলেজ প্রাঙ্গন থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালী শেষে দিনব্যাপী রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক সাবেক এমপি ও গর্ভনর আলহাজ্ব কছিম উদ্দিন আহমেদ।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বীর বিক্রম শহীদ লে: আহ্সানুল হক ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মাহাবুবুল হাসান মাহাবুবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এরশাদুল হক টুলু, আবু রেজা খাঁন, হুমায়ন কবির বাদশা, যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কলেজ বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা, কলেজের অধ্যক্ষ একেএম আসাদুল হক, কলেজের সকল শিক্ষক, কর্মচারী প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত দাতা সদস্য প্রফেসর একেএম আনোয়ারুল হক, কর্ণেল (অব:) একেএম আনজামুল হক, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সম্মানিত সদস্য তাসফিন আজিজ (হিমেল)। আলোচনা সভা শেষে দুপুরে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ প্রাঙ্গন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর