ঐতিহ্যবাহী কানসাট বাজারে আম ক্রয়-বিক্রয় শুরু

সময়: 11:22 pm - June 2, 2020 | | পঠিত হয়েছে: 346 বার

আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী কানসাট আম বাজারের আম ক্রয়-বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ঐতিহ্যবাহী বাজারে আম ক্রয়-বিক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২ জুন) ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ, খিসাপাতসহ (হিমসাগর), গুঁটি আমের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় ফল সংগ্রহের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এদিন সকাল ১০টায় ঐতিহাসিক কানসাট বাজারের শাপলা সিনেমা হল চত্বরে আম কেনা-বেচার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, শিবগঞ্জ পৌর মেয়র এ আর এম আজরি মোহা. কারিবুল হক রাজিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, কানসাট আম বাজার কমিটির সভাপতি কাজি এমদাদুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি বেগম।

অনুষ্ঠানে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আম ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে যেন আম ক্রয়-বিক্রয় করতে পারেন এর সুব্যবস্থা করা হয়েছে। প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে বহিরাগত আম ব্যবসায়ীদের সুব্যবস্থায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন ৮টি আবাসিক হোটেলকে নির্ধারণ করেছেন।

হোটেলগুলো হল- শিবগঞ্জে আবাসিক হোটেল মৌচাক ও হোটেল প্যারাডাইস, কানসাটে আবাসিক হোটেল নিরব, হোটেল আবদুল্লাহ, হোটেল নাজমা, হোটেল তালেব হাজী, হোটেল আজিজ, হোটেল মসিদুল।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর