তানোর পৌর-শহরের চা ব্যবসায়ী ও সেলুন মালিকদের ত্রাণ সামগ্রী উপহার দিতে সুজনের তালিকা

সময়: 6:02 pm - June 8, 2020 | | পঠিত হয়েছে: 170 বার
সারোয়ার হোসেন, তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভার ৯টি ওয়ার্ডের চা ব্যবসায়ী ও সেলুন মালিকদের মাঝে এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী উপহার দিতে সরেজমিনে পৌরশহরের বিভিন্ন মোড়ে পায়ে হেঁটে তালিকা সংগ্রহ করতে ছুটে বেড়াচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আগামী তানোর পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী  তরুণ নেতা আবুল বাসার সুজন। 
আজ(গতকাল) সোমবার দুপুরে পৌরশহরের বিভিন্ন মোড়ে গিয়ে এইসব চা ব্যবসায়ী ও সেলুন মালিকদের তালিকা সংগ্রহ করতে আবুল বাসার সুজনকে দেখা গেছে। জানা গেছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস দুঃসময়ে মানবেতর হয়ে পড়া চা ব্যবসায়ী ও সেলুন মালিকদের মাঝে এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ১০কেজি করে চাল ও কিছু নগর অর্থ বিতরণ করার জন্য এসব ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করা হচ্ছে।
এসময় আবুল বাসার সুজনের সাথে উপস্থিত ছিলেন, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাব সরকার, ছাত্র নেতা রামিল হাসান সুইট, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার অমিসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আগামী তানোর পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী আবুল বাসার সুজন বলেন, দেশের এমন মহামারি করোনা ভাইরাস দুঃসময় আশার পর থেকেই  এমপি ওমর ফারুক চৌধুরীর তানোর উপজেলার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ সামগ্রী ও খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ করে আসছেন।
এছাড়াও যেন কেউ খাবার অভাবে না থাকে সেই জন্য এমপির পক্ষ ত্রাণ সামগ্রী ও খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হাট লাইন চালু রাখা হয়েছে। এতে করে যারা প্রকার্শে সাহায্য নিতে অপারগতা প্রকাশ করেছেন তারা এই হট লাইনে ফোন অথবা এসএমএস দিলে অতি গোপনে তাদের মাঝে এমপির নেতাকর্মী সমর্থকদের দিয়ে ত্রাণ সামগ্রী ও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
তারই ধারাবাহিকতা বজায় রাখতে আমি এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে পৌরশহরের বিভিন্ন চা ব্যবসায়ী ও সেলুন মালিকদের মধ্যে আমার নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী ও খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ করার জন্য আমি নিজে উপস্থিত থেকে এইসব তালিকা সংগ্রহ করছি।
শুধু আমি কেনো দেশের এমন মহামারি করোনা ভাইরাস দুঃসময়ে সকল বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে আশা উচিত বলে আমি মনে করি বলে তিনি আরো বলেন, আমি সুজন যতদিন আছি ততদিন তানোর পৌরবাসীর পাশে থেকে তাদের সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর