ভোলাহাটে আইন শৃংখলা ও মাদক নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃংখলা ও মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য সভা সোমবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ্ দবির মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহ্নাজ পারভিন, অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানি জর্জ, আব্দুল কাদের, প্যানেল চেয়ারম্যান আব্দুল বারি ও মশফিকুল ইসলাম তারা ও বিজিবি’র কোম্পানী কমান্ডারগণ। এ ছাড়াও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ৪ ইউনিয়নের কাজীগণ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান’র ও বাঙ্গালীর মুক্তির সনদ ৬ দফা দিবস আলোকপাত করেন এবং তিনি বলেন, আমাদের উপজেলা ৪ টি ইউনিয়ন গঠিত ছোট্ট একটি উপজেলা। তাই আসুন আমরা যে যার চেয়ার থেকে এ করোনা ভাইরাসকে চিরতরে নির্মুল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একদিন আমরা সফলতার মুখ দেখবোই।
বিভিন্ন বক্তাগণ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে ইউএনও বলেন, বর্তমান কভিড-১৯ করোনা ভাইরাস সম্পর্কে উপজেলার সর্বস্তরের মানুষকে সচেতন করে তাদের নিজ নিজ বাড়ীঘর, আঙ্গিনাসহ রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জোর দাবী জানান।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার শওকত আলী কভিড-১৯ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং উপস্থিত সভায় সকলের বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন তিনি।
রাজশাহী বার্তা/admin