রাজশাহী নগরীর ৫ জনসহ দুটি ল্যাবে শনাক্ত ১২
রাজশাহীর দুটি ল্যাবে আজ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীতে ৫জন, পবায় একজন, মোহনপুরে দুই জন, বাঘায় একজন, নওগাঁ জেলায় একজন এবং নাটোরে ২ জন।
আজ সোমবার রাজশাহীর দুটি ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ১১ জনেরই রাজশাহীর। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জন।
রাজশাহীর আক্রান্তরা হলেন, নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের ফারজানা (২০) ও জান্নাতুল ফেরদৌস (৩৬), ২৪ নম্বর ওয়ার্ডের মোঃ শামীম হোসেন (১৮), ১৮ নম্বর ওয়ার্ডের মুস্তাফিজুর রহমান (৫৩), বাঘা উপজেলার খালেক (৫৫), মোহনপুরের খায়রুল ইসলাম (২৮), ও লুৎফর (৫২), রাজশাহী নগরীর রইস উদ্দিন (৪৫), পবা উপজেলার আবু সাইদ (৩৫) নগরীর মাসুদুল আলম (৪৯)।
এদের মধ্যে মোস্তাফিজুর রহমান (৫৩) নামে রাজশাহীর একজন রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তিনি নওগাঁ থেকে এসেছেন।
রাজশাহী বার্তা/admin