রাজশাহী বিভাগে একদিনে ৪জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৭

সময়: 1:18 pm - June 16, 2020 | | পঠিত হয়েছে: 2264 বার

রাজশাহী বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ বিভাগের গত ২৪ ঘণ্টায় আরও ১৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ দিন বগুড়া জেলায় মারা যান ৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৪৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। মঙ্গলবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ৯ জন, নাটোরে ৫ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৩৯ জন, সিরাজগঞ্জে ২৯ জন ও পাবনায় ৮ জন। তবে বিভাগের অপর দুই জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে তিনি জানান।

ডা. গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত দুই হাজার ৭০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় এক হাজার ৫১৬ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ১৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন, নওগাঁয় ২২০ জন, নাটোরে ৮৬ জন, জয়পুরহাটে ২৩৭ জন, সিরাজগঞ্জে ২১২ জন ও পাবনায় ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর