রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুক্রবার (১৭ জুলাই) দিনগত রাতে রাজশাহীতে দু’জন ও বগুড়ায় তিনজন মারা যান। এছাড়া শনিবার (১৮ জুলাই) ভোর রাতে মারা যান রাজশাহীর আরও একজন।
শনিবার মারা যাওয়া রোগীর নাম কালাম (৩৩)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে। বাবার নাম মৃত নূর মোহাম্মদ। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোরে কালামের মৃত্যু হয়। গত ৩০ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য জানান, শুক্রবার রাজশাহী জেলায় আরও দুইজন ও বগুড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।
রাজশাহী জেলায় শনিবার মারা যাওয়া ব্যক্তিকে নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১২৮ জন। এরমধ্যে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ১৮ জন, নওগাঁয় ১২ জন, নাটোরে একজন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় নয়জন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাজশাহী বিভাগে নতুন ৩৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ৭১ জন বগুড়ার বাসিন্দা। এর বাইরে রাজশাহীতে ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৫ জন, নওগাঁয় ৩৯ জন, নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ২৭ জন, পাবনায় ৪৩ জন ও সিরাজগঞ্জে ৩৮ জন শনাক্ত হয়েছেন।
এদিকে রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত নয় হাজার ৮১৫ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এরমধ্যে বগুড়ায় চার হাজার ৫১ জন, রাজশাহীতে দুই হাজার ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৮৬ জন, নওগাঁয় ৭৭৯ জন, নাটোরে ৩৪০ জন, জয়পুরহাটে ৬২৫ জন, সিরাজগঞ্জে এক হাজার ২৪ জন ও পাবনায় ৬৭১ জন শনাক্ত হয়েছেন।
এর বিপরীতে শুক্রবার পর্যন্ত রাজশাহী বিভাগে করোনামুক্ত হয়েছেন ৫১ জন। এছাড়া বিভাগে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার দু’জন করোনা পজিটিভ রোগী।
রাজশাহী বার্তা/admin