রাজশাহীতে আষাঢ়ের শেষে ভারি বর্ষণ

সময়: 6:46 pm - July 19, 2020 | | পঠিত হয়েছে: 284 বার

সারাদিন আকাশে ছিল ঝলমলে রোদ। কিন্তু বেলা আড়াইটার পর কালো মেঘে ঢেকে যায় রাজশাহীর আকাশ। কিছুক্ষণ থমকে থাকে প্রকৃতি। তারপর শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এরপর পৌনে তিন ঘণ্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আষাঢ় মাসের শেষে এসে রোববার রাজশাহীতে এমন বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, এটি ভারি বর্ষণ। কম সময়ের মধ্যে এত বৃষ্টি অনেক দিন হয়নি। সম্প্রতি আম্ফানের প্রভাবে রাজশাহীতে সারারাত বৃষ্টিপাত হলেও পরিমাণ এত বেশি ছিল না। কিন্তু রোববার বিকালের পৌনে তিনঘণ্টায় প্রচুর বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি চলছিলই।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানিয়েছেন, বেলা ৩টা ১৮ মিনিটে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৬৬ মিলিমিটার বৃষ্টি। তখনও বৃষ্টি থামেনি।

আবহাওয়া অফিসের হিসাবে, ৬ ঘণ্টার মধ্যে শূণ্য থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে বলা হয় হালকা বৃষ্টি। মাঝারি বৃষ্টি ১১ থেকে ২২ মিলিমিটার। ২২ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হিসাবে ধরা হয়। এছাড়া ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি বর্ষণ এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বর্ষণ হিসাবে ধরা হয়। রোববার রাজশাহীতে ভারি বর্ষণ হয়েছে।

এই বৃষ্টির প্রভাবে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, গণকপাড়া, বোয়ালিয়া থানা মোড়, উপশহর, শালবাগান পলিটেকনিক, বর্ণালী মোড়, টিকাপাড়া, তালাইমারিসহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। শুরু হয় বিদ্যুতেরও বিভ্রাট। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

আবহাওয়াবিদ শহিদুল ইসলাম বলেন, এটি মৌসুমি বৃষ্টিপাত। তবে সাম্প্রতিক সময়ে অল্প সময়ে এত বেশি পরিমাণ বৃষ্টি রাজশাহীতে হয়নি। এমনকি সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফানের সময়েও এত বৃষ্টি হয়নি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর