রাজশাহীর দুই ল্যাবে আরও ৬২ জনের করোনা পজিটিভ

সময়: 12:22 am - August 28, 2020 | | পঠিত হয়েছে: 476 বার

রাজশাহী দুইটি ল্যাবে আরও ৬২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। বৃহস্পতিবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ হয়েছে।

এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে শনাক্ত হয়েছেন ৪১ জন। আর রামেক হাসপাতালে শনাক্তের সংখ্যা ২১ জন। রাতে দুই ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে রাজশাহীর বিভিন্ন এলাকার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এক রয়েছেন পাবনার। ওদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ দিন ল্যাবে ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ৮৫ নমুনা পরীক্ষায় ২৪ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। রাজশাহীর ৯৬ জন রামেকে নমুনা দিয়েছিলেন এদের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহীর নতুন ৩৭ জন শনাক্ত হওয়ায় জেলা ও মহানগরে মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ৫১৫ জন। এর মধ্যে ২ হাজার ৯৩৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৪০ জন। চাঁপাইনবাবগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৮৯ জন। এ জেলায় ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৪২৬ জন, মারা গেছেন ১২ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর