বগুড়ায় ছাত্রীদের উত্ত্যক্তে জড়িত শিক্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন

সময়: 11:02 pm - August 31, 2020 | | পঠিত হয়েছে: 146 বার

বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং করোনা দুর্যোগকালীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে সোববার দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। আমরা অনতিবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এছাড়া তদন্ত প্রশ্নবিদ্ধ না করতে কমিটি থেকে অধ্যক্ষকে প্রত্যাহার দাবি করছি।

বক্তারা ছাত্রী নির্যাতনকারী বাংলা বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মাহমুদ ও ইংরেজির প্রভাষক আবদুল মোত্তালিবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনাটি জনমনে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হলে প্রতিষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক জিয়াউল হক অভিযুক্ত দুই প্রভাষককে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। সদস্য করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহা. মোস্তাফিজুর রহমানকে।

গত ২৬ আগস্ট সাবেক এক ছাত্রী যৌন নির্যাতনের অভিযোগ করেন। অধ্যক্ষ প্রতিষ্ঠানের সুনামের কথা বলে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে অভিযুক্ত শিক্ষকরা ছাত্রী ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর