জাতীয় পার্টি ছাড়লেন সোহেল রানা

সময়: 5:35 pm - October 13, 2020 | | পঠিত হয়েছে: 101 বার

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন ঢাকাইয়া চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা)।  মঙ্গলবার দুপুরে তিনি নিজেই গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। সোহেল রানা জানান, গত ১০ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এ খবর জানার পর জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে কেন তিনি হঠাৎ করে দল থেকে পদত্যাগ করলেন? এ প্রসঙ্গে অভিনেতা বলেন, তৃণমূল কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে জাতীয় পর্টিতে। যারা দলের জন্য নিবেদিত কর্মী, মেধা টাকা পয়সা সব দিয়ে কাজ করছেন তাদের মূল্যায়ন করা হচ্ছে না। যেটা আমাকে চরমভাবে আঘাত করেছে।

সোহেল রানা বলেন, যারা নেতৃত্বে আসছে তাদের থেকে অনেক নিবেদিত মানুষ দলে ছিল। কিন্তু ওদের প্রতি কোনো দৃষ্টি নেই। যাদেরকে নিয়ে দল চালানোর চেষ্টা চলছে, সেটা দলের জন্য ভালো হবে না। দল ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে।

জাতীয় পার্টির নিজস্ব স্বকীয়তা নেই বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, মাসুদ পারভেজ সোহেল রানা চিত্রনায়ক পরিচয়ের বাইরে একজন প্রযোজক এবং পরিচালক। ২০০৯ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হন।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর