বাঁশখালীতে হত্যাকান্ডের প্রতিবাদে জয়পুরহাটে বামজোটের সমাবেশ
চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে জয়পুরহাটে বামজোটের সমাবেশ।
১৯ এপ্রিল সোমবার বেলা ১১ টায় জয়পুরহাট পাঁচুরমোড়ে জেলা বাম গণতান্ত্রিক জোটের সদস্য ও বাসদ আহ্বায়ক ওয়াজেদ পারভেজ এর সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও
সিপিবি’ র সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বাসদ সদস্য, উৎপল দেবনাথ, ছাত্র ইউনিয়ন সভাপতি রিফাত আমিন রিয়ন, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ
বক্তারা বলেন, হেফাজত সাম্প্রতিক সময়ে সারা দেশে আন্দোলনের নামে জ্বালাও পড়াও এবং থানায় আক্রমণের করছে, আমরা তো দেখলাম না পুলিশ তাদের গুলি চালিয়েছে আর শ্রমিকেরা বেতন ও ভাতার দাবিতে আন্দোলন করলে সরাসরি গুলি করল। এই রাষ্ট্র কাদের পক্ষে তা প্রমাণ হয়েছে।
সেই সাথে দাবি করেন,শ্রমিকেরা রমজানে বিকেল ৫টার মধ্যে ছুটি, ইফতারের জন্য অর্থ বরাদ্দ, মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান, যখন তখন ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুযায়ী সমুদয় পাওনা পরিশোধসহ ১০ দফা যৌক্তিক দাবিতে যখন মালিক পক্ষের সাথে বৈঠক করছিল তখন বিদ্যুৎ কেন্দ্রের অফিস ঘরের বাইরে সমবেত শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বর হামলা, গুলিবর্ষণে ৫ জন শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হন।
বাঁশখালীর গন্ডামারায় শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠূ তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান অর্থ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
রাজশাহী বার্তা/admin