পুরাতন বাজারে দূরত্ব বজায় না রাখা ও দোকান খোলার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা
সময়: 12:48 pm - April 3, 2020 | | পঠিত হয়েছে: 249 বার
করোনা ভাইরাসের কারণে সারাদেশে আজ অবরুদ্ধ। এ ভাইরাস থেকে বাঁচতে দূরত্ব বজায় রেখে চলা ও সবকিছু বন্ধ করে দিয়েছে সরকার। চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও চলছে লকডাউন।
শুক্রবার বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পুলিশের একটি টিমও উপস্থিত ছিলেন। সরকারের নির্দেশনা না মেনে দোকান খোলা ও দূরত্ব বজায় না রাখার দরুণ ৫ টি দোকান মালিক ও ক্রেতাকে ৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান বিচারকের দায়িত্ব পালন করেন। অভিযানে ইউনুস মুদি স্টোরকে ২ হাজার টাকা, এমরানন স্টোরকে ১ হাজার ২০০ টাকা, আব্দুর রহমান স্টোরকে ১ হাজার ৭০০ টাকা, আব্দুর হাই স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী বার্তা/admin