ভোলাহাটে ২৫ যুবককে রোদে দাঁড় করিয়ে শাস্তি দিলো সেনাবাহিনী

সময়: 8:15 pm - April 5, 2020 | | পঠিত হয়েছে: 168 বার

করোনা ভাইরাসপ্রতিরোধে কঠোর প্রশাসন। রবিবার ভোলাহাটেসেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৫ যুবকের শাস্তি।

বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেডিকেলমোড়েঅপ্রয়োজনে বেশ কিছু যুবক ও বিভিন্ন বয়সী ব্যক্তিঘোরাফেরা করছিলো। এমন সময় টহলরত সেনা সদস্য আটককরেন বেশ কিছু ব্যক্তিকে। তাদের কাছে ঘোরাফেরার কারণজানতে চায় সেনা সদস্য। যারা প্রয়োজনে ঘোরাফেরাকরছিলেন তাদের দ্রুত প্রয়োজন শেষে বাড়ী ফেরার জন্য বলা হয়।যারা অপ্রয়োজনে সরকারি আইন অমান্য করে ঘোরাফেরাকরছিলো তাদের ২৫ যুবককে মেডিকেলমোড়ে রোদের মধ্যে দাঁড়করে সরকারি আইন মেনে চলার পরামর্শ দিয়ে ছেড়ে দেয়া হয়।

এদিকে স্থানীয় প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জারি করা হয়েছেসাপ্তাহিক হাট বন্ধ, কাঁচা বাজার, মুদিদোকান সকাল ৭টাহতে দুপুর ১ পর্যন্ত চলবে। বাঁকী সময় বন্ধ থাকবে। ঔষধেরদোকান খোলা থাকবে। তবে ২জনের বেশী দোকানে ভিড় করলেসেটাও বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়। এ নির্দেশপরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। এদিকেস্থাণীয় পুলিশ দিনরাত অভিযোন অব্যহত রেখেছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর