করোনা পরিস্থিতিতেও স্বাভাবিক রয়েছে ল্যাবওয়ান মেডিকেলের চিকিৎসা সেবা

সময়: 3:12 pm - April 9, 2020 | | পঠিত হয়েছে: 224 বার

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে দেশজুড়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে জ্বর, সর্দিসহ সাধারণ রোগেরও চিকিৎসা বন্ধ রাখার অভিযোগ রয়েছে।

তবে এই পরিস্থিতির মধ্যেও চাঁপাইনবাবগঞ্জে স্বাভাবিক সকল চিকিৎসা সেবা বজায় রেখেছে ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতাল। মেডিসিন, অর্থোপ্রেডিকস, গাইনী, সার্জারী, শিশু বিভাগে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

বৃহস্পতিবার সকালে ল্যাবওয়ান মেডিকেলে গিয়ে দেখা যায়, চিকিৎসা সেবা নিতে আসা সকলকে চিকিৎসা নেয়ার আগেই বাইরে সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে। এরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার ও তাপমাত্রা পরীক্ষা করার পরই অনুমতি মিলছে চিকিৎসা করার।

মেডিকেলের ভেতরে অপেক্ষমান রোগী ও স্বজনদের সামাজিক দুরত্ব বজায় রেখে বসে থাকতে দেখা গেছে। ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসেস এ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল ইসলাম ডলার জানান, সরকারের নির্দেশনায় অতিপ্রয়োজনীয় কারন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না, পাবলিক পরিবহনও বন্ধ রয়েছে।

এতে নানা আর্থিক সংকটের পরেও দেশের ক্রান্তিলগ্নে সেবা নিশ্চিত করার লক্ষ্যে ল্যাবওয়ান মেডিকেলের সকল চিকিৎসা সেবা চালু রয়েছে। চিকিৎসকবৃন্দ সেবা প্রদানের পাশাপাশি রোগী ও স্বজনদেরকে সাবান দিয়ে ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য সবাইকে সচেতন করছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর