জামিয়ার পর এবার শাহিনবাগে ‘জয় শ্রী রাম’ বলে হামলা

সময়: 4:00 pm - February 1, 2020 | | পঠিত হয়েছে: 90 বার

দিল্লির জামিয়া মিলিয়ায় অস্ত্র উঁচিয়ে গুলির দু’দিন পর এবার শাহিনবাগে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার ভারতীয় সংসদে বাজেট পেশের দিনই হামলা হল অবস্থান ধর্মঘটরত শাহিনবাগে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলি ছোড়ার সময়ে ‘জয় শ্রী রাম’ স্লোগানও তুলেছে ওই সন্ত্রাসী। দুই রাউন্ড গুলি চালালেও পেছনেই দাঁড়িয়ে ছিল পুলিশ। পরে গুলি আটকে যাওয়ায় পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। তখনই তাকে ধরে ফেলে পুলিশ। তাকে চিৎকার করে বলতে শোনা গেছে, ‘আমাদের দেশে শুধু হিন্দুরাই টিকবে।’

ভারতের মোদি সরকারের প্রত্যেক মন্ত্রীর ভাষণেই বারবার উঠে আসছে শাহিনবাগের নাম। তারা যে ভয় পাচ্ছেন, সেটা তাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে। দিল্লিতে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এসে বলছেন, ‘দেশদ্রোহীদের গুলি মারুন।’

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তিনি শাহিনবাগকে উদ্দেশ্য করেই ওই হুমকি দিয়েছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর