করোনাকালে অসহায়-কর্মহীন পরিবারের পাশে সাবেক এমপি আব্দুল ওদুদ
সময়: 1:57 pm - May 17, 2020 | | পঠিত হয়েছে: 360 বার
প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। করোনাকালে ৩১ মার্চ থেকে ১৬ মে শনিবার পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে তিনি ৩৪ মেট্রিক টন চাল ও নগদ প্রায় ৮ লক্ষ টাকা প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, দরিদ্র, নিম্ন আয়ের খেটে-খাওয়া শ্রমিক, কৃষক, রিক্সা-ভ্যানচালক, দিনমজুর, পরিবহন শ্রমিক, দুস্থ নারী, চায়ের দোকানদার পরিবারের মাঝে এসব সহায়তা দেয়া হয়।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ চাঁপাই বার্তাকে জানান, বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দলীয় সহায়তার পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে অসহায়-কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছি। গত ৩১ মার্চ থেকে আজ (শনিবার) পর্যন্ত কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী-নগদ অর্থ বিতরণে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ নেতৃবৃন্দ তালিকা প্রস্তুত ও বিতরণে সহায়তা করেছেন। দুর্যোগের এই সময়ে এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।
আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে দুইবারের সাবেক এমপি ওদুদ বলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নয়, মানবিক দায়িত্ববোধ থেকে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণে আওয়ামীলীগ, বিএনপি-জামায়াত কোন রাজনৈতিক দলকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র অসহায়-কর্মহীন পরিবারের মাঝে এসব সহায়তা দেয়ার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ত্রাণ বিতরণকে নিয়ে নানা সমালোচনা করেছেন, এর কোন প্রতিবাদ করিনি। কারন আ.লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। অথচ যারা এতো সমালোচনা করছেন, তারাই আজ দুর্যোগের সময়ে জনগণের পাশে নেয়। এসময় সরকারি সহায়তা কার্যক্রমে আওয়ামীলীগের কোন নেতা-কর্মী দুর্নীতির সাথে আপস করলে বা জড়িত থাকলে, কোন ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের অনুরোধে পৌর আ.লীগের সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী জেলার ৫১টি অটোরাইস মিল মালিকের সহায়তা নিয়ে ৫১ মেট্রিক টন চাল বিতরণ করেন। এছাড়াও আ.লীগ নেতা ও গ্রামীণ ট্র্যাভেলস্ এর চেয়ারম্যান মুখলেসুর রহমান সাবেক এমপির বিশেষ অনুরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ৩৫ মেট্রিক টন চাল, ১০ হাজার কেজি ডাল, ২২ হাজার কেজি আলু, ৫ হাজার কেজি মুড়ি ও ৫ হাজার পিস সাবান বিতরন করেন।
রাজশাহী বার্তা/admin