দুই লক্ষ টাকায় ইজারা হলো চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে নির্মিত আম বাজার

সময়: 7:01 pm - June 1, 2020 | | পঠিত হয়েছে: 926 বার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ফিল্টের হাটে নির্মিত আধুনিক মানের দ্বিতীয় তলার আম বাজারটির (ম্যাংগো মার্কেট) উপর ও নিচতলা সর্বমোট দুই লক্ষ টাকায় ইজারা দেয়া হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে মহারাজপুর ফিল্টের হাটে প্রকাশ্য নিলামে ইজারা নেন, নিলামের সবোর্চ্চ ডাকদাতা মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফ হাসান। শতাধিক লোকের উপস্থিতিতে ১০ জন নিলামে অংশগ্রহণ করেন। নিলামে সবোর্চ্চ ১ লক্ষ ৬৬ হাজার টাকা ডাক দেন আরিফ হাসান।

সরকারি ভ্যাট, ট্যাক্স মিলে ইজারার মোট ২ লক্ষ টাকা ধরা হয়। প্রকাশ্য নিলামে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলি, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ মার্চ, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর ফিল্টের হাটে দেশের সর্বাধুনিক আম বাজার স্থাপনের জন্য আম চা্ষি, ব্যবসায়ি, আম গবেষক, কৃষি বিশেষজ্ঞসহ সর্বস্তরের মানুষের মতামত সংগ্রহ করার জন্য মতবিনিময় অনুষ্ঠতি হয়।

মহারাজপুর হাটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। পরে ২০১৮ সালের ৫ জানুয়ারি মার্কেটটির ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর