শিবগঞ্জে র্যাবের অভিযানে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার
এস এম সাখাওয়াত জামিল দোলন : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ-জেএমবির সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো-শিবগঞ্জ উপজেলার সাকলা বীরপাড়া এলাকার মৃত জহুর মোল্লার ছেলে মো. সাকিরুল ইসলাম (৫১), চাকলা দুভনীপাড়া এলাকার মৃত আঙ্গুর মুন্সীর ছেলে তরিকুল (৪৭), চাকলা ঘোনটোলা এলাকার মৃত উনুসাহাকের ছেলে মো. শেনারুল ইসলাম ওরফে লাল মিয়া (৪০), চাকলা বাজারপাড়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে মো. বাবুল আক্তার ওরফে বাকুল (৪০), চাকলা ভোদনীপাড়া এলাকার মৃত নেফাউর রহমানের ছেলে ইকরামুল হক ওরফে ইশরা (৫০) এবং চাকলা বিশ্বাসপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম (৪০)।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে র্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক সোমবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দিবাগত গভীর রাত ১টায় সোমবার জেলার শিবগঞ্জ উপজেলার চাকলা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় শিবগঞ্জ থানায় ২০১৯ সালের ১১ ডিসেম্বর বুধবার ২০০৯ (সংশোধনী/২০১৩) সালের সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা ২২ নং মামলায় ৮/৯/১০/১২/১৩ জিআর-৭৫৫/১৯ এর পলাতক আসামী যারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ-জেএমবির সক্রিয় সদস্য তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক।
রাজশাহী বার্তা/admin