রাজশাহীতে বিভাগে আরও এক মৃত্যু, নতুন শনাক্ত ৬১

সময়: 5:38 pm - June 8, 2020 | | পঠিত হয়েছে: 1025 বার

রাজশাহী বিভাগে আরও ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (০৭ জুন) তারা শনাক্ত হন। এ দিন বিভাগে মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও একজনের নাম। তার বাড়ি বগুড়া। এ নিয়ে বিভাগে করোনায় মোট ১৭ জন মারা গেলেন। এখন রাজশাহী বিভাগে কোভিড-১৯ রোগী এক হাজার ৬০১ জন। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে রাজশাহী জেলার পুঠিয়ায় গত ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। ২৯ এপ্রিল বিভাগে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০০ ছাড়ায়। গত ২১ মে ৪০তম দিনে বিভাগে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫০০ ছাড়ায়। সংখ্যাটা এক হাজারের কোটায় পৌঁছাতে সময় লাগে ১১ দিন। ২ জুন সেই মাইলফলক অতিক্রমের পর সংখ্যাটা দেড় হাজার ছাড়ায় ৬ জুন।

অর্থাৎ গত ১৬ দিনে বিভাগে এক হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত চার দিনেই ছয় শতাধিক ব্যক্তির দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বিভাগে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, বিভাগের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি বগুড়ায়। সেখানে এ পর্যন্ত ৭৯০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর বাইরে জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৫৯ জন, সিরাজগঞ্জে ১০৮ জন, রাজশাহীতে ৭৭ জন, পাবনায় ১৩০ জন, নাটোরে ৬৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমিত হয়ে বিভাগে মারা যাওয়া ১৭ জনের মধ্যে বগুড়ায় সাতজন, রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন, সিরাজগঞ্জের দুজন, পাবনার দুজন এবং নাটোরের একজন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত করোনা-জয় করেছেন ৩৮৮ জন। এর মধ্যে সর্বোচ্চ ৯৬ জন নওগাঁ জেলার। এ ছাড়া জয়পুরহাটে ১১৫ জন, বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে ১৬ জন, রাজশাহীতে ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, নাটোরে ১৬ জন এবং পাবনায় আটজন করোনামুক্ত হয়েছেন।

গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, বর্তমানে রাজশাহীতে দুইটি, বগুড়ায় দুইটি, সিরাজগঞ্জে একটি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষা করা হচ্ছে। অতিরিক্ত নমুনা ঢাকায় পাঠিয়েও পরীক্ষা করা হচ্ছে। এ কারণে শনাক্তের সংখ্যা বাড়ছে। খুব শিগগির রাজশাহী বিভাগের আরও কিছু ল্যাব চালুর প্রক্রিয়া চলছে।

সূত্র : সোনালী সংবাদ

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর