সিরাজগঞ্জে ন্যায্যমূল্যের চাল পাচারকালে আটক ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে ন্যায্যমূল্যের ৮ টন চাল পাচারকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার কৈজুরী ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল রোববার ভোরে পাচারের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উল্লাপাড়ার পার সোনতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ট্রাকচালক রুবেল (৩০), একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে হেলপার আলম (৩৬) এবং নাগরৌহা গ্রামের কামরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৫৫)।
ট্রাকভর্তি চালসহ আটককৃতদের শাহজাদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, এ চাল কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী ও চাল ডিলার পেশকার আলী, আব্দুল হাই প্রামাণিক, আজম আলী ও আব্দুর রশিদের।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, এদিন ভোরে কৈজুরী বাজার থেকে ১০ টাকা কেজি দরের ৮ টন ওজনের ১৩৪ বস্তা চাল পাচারের জন্য স্থানীয় কবরস্থান, ঋষিপাড়ার সামনের গুদাম এবং খামারগ্রামের ৩ স্থান থেকে ট্রাকে উঠানো হয়। এরপর ট্রাকটি সেখান থেকে রওনা দিয়ে উল্লাপাড়া যাওয়ার পথে থানারঘাট করতোয়া ব্রিজের ওপর যাওয়ামাত্র আটক করে পুলিশ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল চালবোঝাই ওই ট্রাক, ট্রাকের চালক ও দুই হেলপারকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে ইউপি চেয়ারম্যান সাইফুলসহ ডিলার ও চাল পাচারকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।
এ ঘটনায় রোববার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
রাজশাহী বার্তা/Durul Haque