চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযান

সময়: 6:46 pm - October 6, 2020 | | পঠিত হয়েছে: 234 বার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। আজ ৬ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় পৌর এলাকার পুরাতন বাজারে অভিযান চালায়, অভিযানের সময় রফিকুল কসমেটিক স্টোরে নকল ব্র্যান্ডের বিভিন্ন কসমেটিক পণ্য বিক্রয় করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং নকল ব্র্যান্ডের বিভিন্ন পণ্য জব্দ করে জনসাধারণ মানুষের সামনে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম জানান, পৌর এলাকার পুরাতন বাজারে তদারকি করতে গিয়ে দেখা যায়, কিছু দোকানে নকল ব্র্যান্ডের বিভিন্ন কসমেটিক পণ্য বিক্রয় করা হয় গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালায় অভিযানে রফিকুল কসমেটিক স্টোরে নকল ব্র্যান্ডের বিভিন্ন পণ্য পাওয়া যায় সেইগুলো আমরা জব্দ করে জনসাধারণ মানুষের সামনে ধ্বংস করি এছাড়া প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা ও মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়ে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর