ঐতিহাসিক কানসাটের আমের বাজার

সময়: 10:09 pm - February 20, 2020 | | পঠিত হয়েছে: 2551 বার

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বলা হয় আমের রাজধানী। আর সেই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে বসে বাংলাদেশের বৃহত্তম আমের বাজার। প্রতি আমের মৌসুমে দেশের এই বৃহৎ আম বাজারে প্রায় শত কোটি টাকার উপরে আমের বেচাকেনা হয়। আমের সময়ে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমে থাকে এই আম বাজার। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অনেক আমের বাজার থাকলেও কানসাট আমের বাজার পাইকারী বাজারের জন্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত।

এ যেন এক আমের রাজ্য। আম বাজার ঘুরে দেখার সাথে সাথে আপনি চাইলে কিনে খেতে পারবেন নানা রকম তরতাজা পাকা আম। এছাড়া ঝুড়িভর্তি করে আম কিনে নিতে পারবেন নিজের জন্যে। যাওয়ার উপযুক্ত সময় আম পরিপক্ক হবার পর থেকেই মূলত এই বাজারে আম আসা শুরু করে। সাধারণত মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস পর্যন্ত কানসাট বাজার আমে ভরে থাকে। তবে জুন মাসের পুরো সময় মূলত সবচেয়ে বেশি জমজমাট থাকে। আম বাজার যাওয়ার উপায় চাঁপাই নবাবগঞ্জ যাবার সহজ উপায় বাসে করে যাওয়া।

ঢাকার কল্যানপুর ও গাবতলী থেকে দেশ ট্রাভেলস, ন্যশনাল ট্রাভেলস, গ্রামীন ট্রাভেলস, তুহিন এলিট এর এসি ও নন এসি বাস সরাসরি চাঁপাইনবাবগঞ্জ যায়। নন এসি বাস ভাড়া ৫৬০ টাকা এবং এসি বাসের ভাড়া ১১০০ টাকা। এসব বাসে আপনি সরাসরি কানসাট চলে যেতে পারবেন অথবা চাঁপাইনবাবগঞ্জ শহরে নেমে সেখান থেকে ২১ কিলোমিটার দূরের কানসাটে অন্য কোন লোকাল বাহনে যেতে পারবেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর