কমিটি গঠনে অনিয়মের অভিযোগে ওয়ার্ড আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

সময়: 5:19 pm - October 27, 2020 | | পঠিত হয়েছে: 288 বার

নিজস্ব প্রতিনিধিঃ
নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের একাংশ। মঙ্গলবার সকালে শহরের এক রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, সদস্য কাউয়ুম রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

কাইমুর রহমান বলেন, গত ২৫ অক্টোবর পৌর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড কমিটি গঠনে সমঝোতার ভিত্তিতে সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে আমি ও নাসিমের কোন সমজোতা হয়নি। আমি ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচনের দাবি জানায়। কিন্তু  পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান নির্সবাচন না করে সম্পুর্ন অবৈধ উপায়ে সাধারণ সম্পাদকহিসেবে নাসিমের নাম ঘোষণা করেন। যা দলীয় গঠনতন্ত্র বহির্ভূত। এ কমিটি বাতিল করে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান কাইমুর রহমান।

সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, কাউন্সিলরদের মতামতকে উপেক্ষা করে, সেচ্ছাচার উপায়ে   সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজান তাদের পছন্দের প্রার্থী নব্য আওয়ামীলীগার, মুজিব আদর্শহীন, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হাইব্রীড নাসিরুল হক নাসিমের নাম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। যার ফলে ওয়ার্ডে সুসংগঠিত আওয়ামীলীগকে বিভিন্ন দলে-উপদলে বিভক্ত করার জঘন্যতম কুটকৌশল। রাজ্জাক আরও বলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  এ্যাড. মিজান উপজেলা নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থীর আনারসের পক্ষে ভোট করার নির্দেশ দেন এবং পরে আমাকে দল থেকে বহিষ্কার করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, ৪নং ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সদস্য ও সাবেক কাউন্সিলর আজিজুল্লাহ হায়দার, সদস্য শওকাত আলীসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/বার্তা সম্পাদক

এই বিভাগের আরও খবর