চাঁপাইনবাবগঞ্জে আহলে হাদীছ যুবসংঘের মানববন্ধন
ফ্রান্সে রাষ্ট্রীয় ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগাঠনিক জেলার যুবসংঘের সভাপতি সালেহা সুলতান নিঝুমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আরীফুল ইসলাম, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মাওলানা ইয়াসীন আলী, সদর উপযেলার সাবেক সভাপতি মাওলানা ওবাইদুল্লাহ বিন শাহজাহান বাখেরী সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেকা-কর্মীরা।
মানববন্ধনে বক্তারা , রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রশুলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করার তীব্র প্রতিবাদ জানান এবং মুসলমানদের ঐক্যবদ্ধভাবে এ আন্দোলনে নামার আহবান জানান।
এ সময় ফ্রান্সের সকল পণ্য বয়কট করারও আহবান জানানো হয়।