নাটোরে অতিরিক্ত দামে সয়াবিন বিক্রি, লক্ষাধিক টাকা জরিমানা

সময়: 6:59 pm - March 22, 2021 | | পঠিত হয়েছে: 84 বার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি ও বিভিন্ন পণ্যের মূল্য তালিকা প্রকাশ না করায় ৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে নাটোর শহরের নীচাবাজার, কাঁচাবাজার ও স্টেশন বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম ও জেলা বাজার মনিটরিং কর্মকর্তা নূর মোমন উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম জানান, শহরের নীচাবাজার ও স্টেশন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তদারকির উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাইকারী ও খুচরা বাজারে সয়াবিন তেলের মূল্যের মধ্যে বেশ তারতম্য লক্ষ্য করা হয়।

এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৫ টি মামলায় ৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর