নাটোরে শতভাগ মাস্ক নিশ্চিতে পুলিশের অভিযান অব্যাহত
করোনা সংক্রমণ পরিস্থিতির ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে নাটোর শহরে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শহরের প্রবেশদ্বারের ৩টি স্থানে চেকপোস্ট স্থাপন করছে জেলা পুলিশ। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে নাটোরে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে যানবাহনে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় যাদের মুখে মাস্ক নেই, তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি তবে মাস্ক না থাকায় বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয় ট্রাফিক বিভাগ।
সোমবার দুপুরে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় বিভিন্ন যানবাহনে এই অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়েরসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, করোনার ঢেউ মোকাবেলা করার জন্য পুলিশের আইজিপির নির্দেশে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে অভিযান শুরু করে নাটোর জেলা পুলিশ। এই কার্যক্রমের অংশ হিসেবে জেলার সাতটি থানায় মোট ৭০ হাজার মাস্ক বিতরণ করা হবে। যেসব যানবাহনে যাত্রী এবং চালকদের মুখে মাস্ক নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। নাটোরবাসীকে করোনা মুক্ত রাখতে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে। আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী বার্তা/admin