শিবগঞ্জে কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে চুরি

সময়: 4:00 pm - April 26, 2021 | | পঠিত হয়েছে: 333 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় সুপেয় পানির সংকট নিরসনে জিওবি, বিশ্বব্যাংক ও এআইআইবি’র অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আওতায় কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পের স্থাপনায় চুরির ঘটনা ঘটেছে। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন আইনী ব্যবস্থা না নেয়ায় বড় ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। জানা গেছে, ১৯৯২ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর এই প্রথম তীব্র পানির সংকট দেখা দিয়েছে পৌর এলাকাজুড়ে। পানি সংকট দূরীকরণে ইতোমধ্যে কাজ চলমান রয়েছে। কিন্তু শুক্রবার রাতে কোন এক সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পের অধীনে নির্মার্ণাধীন পৌর এলাকায় স্থাপিত রসুলপুর পাম্পের প্রধান ফটক ভেঙে কয়েকটি গ্রীল কেটে চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পানি সরবরাহের জন্য নির্মিত ৬টি পাম্পের স্থাপনাগুলোতে কোন পাহারা না থাকায় এমন ঘটনা ঘটেছে জানায় স্থানীয়রা। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাম্প ঠিকাদার মজিবুর রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলীকে বিষয়টির দায়িত্ব দেয়া হয়েছে। তবে ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলীর দাবি- তিনি কোন দায়িত্ব পাননি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর