এই দেশ বিশেষ কারও নয়, জনগণের: হুইপ স্বপন

সময়: 9:53 pm - May 23, 2021 | | পঠিত হয়েছে: 226 বার

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, এই দেশ সব মানুষের, কোনো বিশেষ দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। দেশের মালিক জনগণ। এই ভূখণ্ডে জন্মগ্রহণকারী সকল ধর্ম ও মতবাদে বিশ্বাসী সব শ্রেণি-পেশার মানুষের সার্বভৌমত্ব ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং জীবন মানের উন্নয়নের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন।

রবিবার জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের মাঝে রবিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গরু ও আনুষঙ্গিক সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে শেখ হাসিনার কল্যাণের ছায়াতলে সমবেত হয়ে সহযোগিতার হাত প্রসারিত করে দেশ ও মানুষের কাজে অংশগ্রহণ করার জন্য সকল দেশপ্রেমিক নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান জানান।

স্বাস্থ্যবিধি মেনে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, মেয়র মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ বিভাগের ডা. আনোয়ার সাদাত, ডা. মাহফুজুর রহমান প্রমুখ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর