নাচোল উপজেলায় ভ্রাম্যমান আদালতে এক হোটেল মলিকের ২০ হাজার টাকা অর্থদন্ড

সময়: 9:02 pm - March 23, 2020 | | পঠিত হয়েছে: 275 বার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করার অপরাধে নাচোল বাসষ্টান্ড মোড়ের ইসলামী হোটেলকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।

এসময় নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ আইন শৃংখলা বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, রবিবার রাতে নাচোল পৌর এলাকার হোটেল-রেস্টুরেন্ট ও চায়েরস্টল গুলি জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে বন্ধ করে দেয় নাচোল থানা পুলিশ। কিন্তু সোমবার প্রশাসনের নির্দেশনা না মানায় ইসলামীয়া হোটেলকে এঅর্থদন্ড প্রদান করা হয়েছে।

এদিকে মহামারী করোনার সংক্রামণ ঠেকাতে নাচোলের হোটেল-রেস্টুরেন্টগুলি বন্দ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন, সেই সাথে করোনা ভাইরাস ঠেকাতে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসুচী। উপজেলা প্রশাসনসহ বেশ কিছু সেচ্ছা সেবী সংগঠন এ মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ করছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর